Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ মার্চ ২০২৫

অধ্যক্ষ

প্রফেসর ডঃ কাকলি মুখোপাধ্যায়

সরকারি  শহীদ সোহরাওয়ার্দী কলেজ বুড়িগঙ্গা  বিধৌত ঢাকার বুকে এক অনন্য ঐঐতিহ্যবাহী  শিক্ষা প্রতিষ্ঠান। অবিভক্ত  পূর্বপাকিস্তানে এর জন্ম কায়দে আজম কলেজ নামে হলেও স্বাধীনতার  পর শহীদ সোহরাওয়ার্দীর পবিত্র নামে নামাঙ্কিত হয় এই প্রতিষ্ঠান। অনেক জ্ঞানী গুণী, প্রথিতযশা মানুষ এই প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন।স্বল্প পরিসরে হলেও লাল ইটের পুরু গাঁথনি,পুরাতন ভবনের মুন্সিয়ানা এই কলেজকে অন্যান্য সকল কলেজ থেকে এক স্বতন্ত্র আভিজাত্য দান করেছে।পুরানো ঢাকার নবাবী কায়দা কানুন নিয়ে যেন এই ইমারত কালের স্বাক্ষী হয়ে  দাঁড়িয়ে রয়েছে।রহস্যময় এই অট্টালিকার খাঁজে খাঁজে অঙ্কিত রয়েছে অগাষ্ট বিপ্লবের চেতনা সম্বলিত গ্রাফিতি।যা এই প্রজন্মের ছাত্রদের প্রতিবাদের ও আত্মত্যাগের ভাষায় মুখর।রয়েছে স্বল্প পরিসরে এক অসাধারণ  গ্রন্থাগার।অত্যাধুনিক না হলেও এই কলেজের অডিটোরিয়াম  এ অনুষ্ঠিত  সকল অনুষ্ঠানই নব চেতনার কথা বলে।রয়েছে ভুবন মোহন এক চিলতে উঠোন এই কলেজের অলংকার স্বরূপ।এই কলেজের বিজ্ঞানাগারে গড়ে উঠছে হাজারো বিজ্ঞানী,ডিবেট ক্লাবে গড়ে উঠছে হাজারো তার্কিক,গার্লস গাইড,রোভার স্কাঊট,রেড ক্রিসেন্টের সদস্য হয়ে এই কলেজের ছাত্রছাত্রী বৃন্দ দেশের আপিদকালীন সময়ে রেখেছে উল্লেখঅযোগ্য ভূমিকা।কলেজের একটি ডায়নামিক ওয়েবসাইট ছাত্রছাত্রী শিক্ষক মণ্ডলীর প্রাণের দাবি ছিলো।নানা অনাকাঙ্ক্ষিত  পরিবেশ সৃষ্টি হওয়ায় এই কাজ বিলম্বিত হোলো।আমি আশা রাখি এই ওয়েবসাইট টি কলেজের সকল তথ্য সরবরাহে সমর্থ হবে।